close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইসলামের পক্ষে ভোট দিলে মা-বোনদের অধিকার প্রতিষ্ঠিত হবে: ড. মাসুদ..

Jewel Azzam avatar   
Jewel Azzam
Voting in favor of Islam in the upcoming election will ensure women's rights and dignity, said Jamaat leader Dr. Shafiqul Islam Masud. He emphasized that true respect for women lies in the victor..

আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিলে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, কোরআনের পক্ষের বিজয়ে মা-বোনেরা পাবেন প্রকৃত সম্মান ও মর্যাদা।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “ইসলামের পক্ষে যদি ভোট দেওয়া হয়, তাহলে আমাদের মা-বোনদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাদের মর্যাদা রক্ষা পাবে, সম্মান নিশ্চিত হবে।” তিনি মনে করেন, কেবল ইসলামপন্থী নেতৃত্বই নারীদের প্রকৃত নিরাপত্তা, সম্মান ও আত্মমর্যাদার গ্যারান্টি দিতে পারে।

আজ ৮ আগস্ট (শুক্রবার) বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কেন্দ্রভিত্তিক ছাত্রী ও মহিলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে কালাইয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগ।

ড. মাসুদ বলেন, আজকে দেশের রাজনীতিতে নারীদের ব্যবহার করা হচ্ছে পণ্য হিসেবে। অথচ ইসলাম নারীদের দিয়েছে শ্রেষ্ঠ মর্যাদা, দিয়েছে শ্রদ্ধার আসন। ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের এই অবমাননার দিন শেষ হবে। সুতরাং আগামীর নির্বাচনে আমাদের মা-বোনদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের পক্ষেই সবাইকে ভোট দিতে হবে। এটি কেবল রাজনৈতিক দায়িত্ব নয়, বরং ঈমানি দায়িত্বও বটে।

সমাবেশে ড. মাসুদ আরও অভিযোগ করেন, আমি আজকে যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকাতেই আমার এক কর্মীকে কেবল জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতার নির্দেশে এ হামলা হয়েছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এই যদি হয় প্রশাসনের অবস্থা, তাহলে আমরা কীভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের উপর আস্থা রাখব? আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না।

তিনি আরও বলেন, আমরা এখনো এই সরকারের অন্তর্বর্তীকালীন কাঠামোকে সহযোগিতা করে যাচ্ছি। তবে সহিংসতা ও দমন-পীড়নের মাধ্যমে কেউ আমাদের দমন করতে পারবে না। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সম্মানজনক এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে ইসলামকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

বাউফলকে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও নারী-বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত — জানিয়ে ড. মাসুদ বলেন, “আমাদের আগামীর বাউফল হবে মা-বোনদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাউফল। এখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো অপমান। বাউফলের প্রতিটি নাগরিকই এখানে এমপি হিসেবে দায়িত্ববান হবে।

শেষে তিনি উপস্থিত নারী ও ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “আজ যারা এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, বাড়িতে গিয়ে যারা আসতে পারেননি, বিশেষ করে মা-বোনদের, তাদের আমার সালাম পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ আমরা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে পথ চলব।”

সমাবেশে সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ মোশাররফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ হাসনাইন, সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments found