পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টা করায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজলার চন্ডিপুর এলাকার ৬৫নং খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এই মানববন্ধন করা হয়। এ সময় উপস্তি ছিলন এলাকার বিভিন মহলের লোকজন।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে স্কুল ছাত্রীর মা জানান, অবিলম্বেব ধর্ষককে বিচারের আওতায় আনার দাবি করেন। এরকম যেন অন্য কোনো মেয়ের সাথে না করতে পারে এই দাবী স্কুল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী জানান। পরে ওই স্কুলের ছাত্র, ছাত্রী ও এলাকার শতাধিক যুবকগণ ধর্ষণ চেষ্টাকারী নুরুল ইসলামের বিচার চেয়ে এক বিক্ষোভ মিছিল করেন।
প্রসংগত; মঙ্গলবার চরখোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রনী ছাত্রী জান্নাতী আক্তার রোজা (১২) স্কুল শেষে নানা বাড়ী যাওয়ার পথে একই এলাকার নুরুল ইসলাম (৪৮) ঐ ছাত্রীকে মুখ চেপে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চষ্টা করে। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন শুনলে লোকটি পালিয় যায়। বহস্পতিবার রাতে চরখোলপটুয়া এলাকা থেকে ইন্দুরকানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।