ইমাম ও মাদ্রাসা প্রধানদের সম্মান নিশ্চিতের অঙ্গীকার ফজলুল হক মিলনের
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
কালীগঞ্জে ইমাম ও মাদ্রাসার অধ্যক্ষ-সুপারিনটেনডেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ইমামদের সম্মান ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একে এম ফজলুল হক মিলন।
সভায় মিলন বলেন, “আপনাদের চাওয়া-পাওয়াগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণযোগ্য হবে। কেননা, আপনাদের পেছনেই আমরা নামাজ আদায় করি, আপনারাই আমাদের প্রকৃত নেতা। আমি চাই, আপনারা আপনাদের প্রাপ্য সম্মানটুকু আমার কাছ থেকে অবশ্যই আদায় করবেন। এটি আপনাদের অধিকার।”
তিনি আরো বলেন, “অতীতে অনেক আলেম-ওলামা ও ইমাম রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন। আমি আশ্বস্ত করছি, ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেব। কোনো নেতাকর্মী যদি আপনাদের প্রতি অসম্মানজনক আচরণ করে, তাহলে সরাসরি আমার কাছে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
সমাজে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফজলুল হক মিলন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। তবে প্রথমেই রাষ্ট্রীয়ভাবে মাদকের অবাধ প্রবাহ বন্ধ করতে হবে।”
ইমামদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তি। আপনাদের সঙ্গে কাজ করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি চাই, আপনারা মসজিদের মিম্বার থেকে ন্যায়-ইনসাফের কথা বলে যাবেন। ইনশাআল্লাহ, আমি সব সময় ইসলামের পক্ষে এবং আপনাদের পাশে থাকব।”