close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইবি আইইউসানসের নেতৃত্বে শামীম, আরিফ

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এনএস (আইইউসানস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।..

মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এনএস (আইইউসানস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের এস এম শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আরিফ বিল্লাহ মনোনীত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ মে) সংগঠনটির উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. একেএম শামসুল হক সিদ্দিকী আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে। 

আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তানজিল মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।

সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ বলেন, আইইউসানস ইবির একটি অন্যতম সহযোগিতামূলক ছাত্র সংগঠন।  আমাকে নতুন এই দায়িত্ব প্রদান করায় এর সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমি শিক্ষার্থীদের কল্যাণে ও সংগঠনকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই

নব মনোনীত সভাপতি এস এম শামীম বলেন, আমি সংগঠনের সকালের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের স্বার্থ ও কল্যাণে কাজ করা। আমি বিশ্বাস করি সকলে মিলে আমরা এ সংগঠনকে একটি উদাহরণমূলক ছাত্র সংগঠনে পরিণত করতে পারবো।

No comments found


News Card Generator