close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হুমাম কাদের চৌধুরী: ধানের শীষ জিতলে আমরা সবাই জিতব

Nezam Uddin avatar   
Nezam Uddin
শুভেচ্ছা বিনিময়কালে হুমাম কাদের চৌধুরী বলেন, “সকল ভেদাভেদ ভুলে আমরা রাঙ্গুনিয়াবাসী একসাথে কাজ করে বিএনপির ধানের শীষকে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবো। ব্যাক্তি নয়, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থ..

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পর মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি মা ফরহাত চৌধুরী ও স্ত্রীকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধীস্থলে জিয়ারত করেন। পরে রাউজান গহিরায় বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন এবং পৌরাসভা ২নং ওয়ার্ডের কাদের নগর নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে হুমাম কাদের চৌধুরী বলেন, “সকল ভেদাভেদ ভুলে আমরা রাঙ্গুনিয়াবাসী একসাথে কাজ করে বিএনপির ধানের শীষকে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবো। ব্যাক্তি নয়, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকুন। ধানের শীষ জিতলে আমরা সবাই জিতব।”

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াকিল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল এবং জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।

Ingen kommentarer fundet


News Card Generator