close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হতাশাজনক পরাজয়ের পর কি বললেন অধিনায়ক মিরাজ?

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
দারুণ শুরু, এরপর হঠাৎ ধস—চেনা চিত্র আবারও ফিরল বাংলাদেশ দলের ব্যাটিংয়ে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একসময় মাত্র এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করে বাংলাদেশ। তখনও ম্যাচের লাগাম অনেকটাই হাতে ছিল। কিন্তু এরপরই ঘটে ভয়ঙ্কর বিপর্যয়।

এক উইকেটে ১০০ থেকে ১০৫ রান—মাত্র ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন একে একে আরও ছয় ব্যাটার। অর্থাৎ, ধস নামে মাঝের সারিতে। ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩৫.৫ ওভারে, সংগ্রহ ১৬৭ রান। শ্রীলঙ্কা জয় তুলে নেয় ৭৭ রানের বড় ব্যবধানে, সিরিজে এগিয়ে যায় ১-০ তে।

এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৪৪ রান, সবকটি উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন চামিকা করুণারত্নে আসালঙ্কা। দুর্দান্ত এক ইনিংসে তিনি করেন ১০৬ রান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, "উইকেট ভালো ছিল। আমি মনে করি আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে। মাঝের ওভারে আমরা উইকেট তুলে নিতে পারিনি। দুই বোলারের চোটের কারণে কিছুটা প্রভাব পড়েছে। আসালঙ্কার ইনিংসের জন্য তাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।"

ব্যাটিং বিপর্যয় নিয়ে মিরাজ বলেন, তামিম ও শান্ত ভালো শুরু করেছিল, তবে শান্তর আউটটা একটা ভুল ছিল। মিডল অর্ডার পারফর্ম করতে পারেনি। দ্রুত উইকেট হারানোই আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের ছোট ছোট জুটি দরকার ছিল, সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি।"

প্রথম ওয়ানডের এই পরাজয়ে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ। এখন দেখার পালা, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা টাইগাররা।

Nema komentara