মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সোয়া ১০ টার দিকে গণমাধ্যম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৫৫ বিজিবি কর্তৃক গত ৪৮ ঘন্টায় ১১টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশী মশার কয়েল ও বাই-সাইকেলসহ মোট ১০ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এবং রাজেন্দ্রপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদ এবং ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা।
পাশাপাশি জেলার চুনারুঘাট উপজেলার দুধপাতিল এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, গরু এবং ৬০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা।
এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাউল এবং ৯৯০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল ও ১টি বাই-সাইকেল আটক করেছে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তিনি জানান,আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং পণ্যসামগ্রী আটক করেছে।