আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে জাতীয় নারী দলকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে বিশেষ সংবর্ধনার। রাতভর আলোকসজ্জায় সেজে উঠবে হাতিরঝিল, যেখানে পুরো দলের উপস্থিতিতে কৃতজ্ঞতা জানানো হবে দেশের এই ফুটবলের সূর্যসন্তানদের।
নারী দল আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমার থেকে রওনা হয়ে রাত ৯টায় থাইল্যান্ডে পৌঁছাবে। স্বল্প সময়ের যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকার মাটিতে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটার দিকে দল এসে পৌঁছাবে হাতিরঝিল সংবর্ধনা স্থলে।
দলের অন্যতম দুই তারকা—ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা—এরই মধ্যে ভুটান লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাই সংবর্ধনার পরদিনই তারা ঢাকা ছাড়বেন। দলের আরও তিন ফুটবলারও এর দুই দিন পর ভুটানের উদ্দেশে রওনা হবেন। ফলে পুরো দলকে একত্রে সংবর্ধনা জানানোর জন্য আজ রাতকেই উপযুক্ত সময় মনে করেছে বাফুফে।
তবে এই অর্জনের উৎসবে রয়েছে কিছু প্রশ্নও। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাফুফে। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবে রূপ নেয়নি। তাই এবার এশিয়া কাপ নিশ্চিত করা এই দলের জন্য কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি বাফুফে কর্তৃপক্ষের পক্ষ থেকে।
তবুও, স্বপ্ন ছোঁয়ার এই যাত্রায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে গর্ব ও ভালোবাসা। অপেক্ষা এখন শুধু রাতের সেই ঐতিহাসিক সংবর্ধনার মুহূর্তের।