হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়ন পূর্ব শাখায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হাতিয়া উপজেলা শাখার অধীনে ২নং চানন্দী ইউনিয়ন পূর্ব শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২৮ এপ্রিল ২০২৫ তারিখে গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল বাসার এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন সরল, মোঃ সালাউদ্দিন খোকন, মোঃ মামুন উদ্দিন, মোঃ ইয়াছিন, মোঃ রিয়াজ আহমেদ, রুবেল উদ্দিন (রবি), মোঃ তারেক হোসেন, মোঃ আলী, নজরুল ইসলাম, মোঃ বাবলু, মোঃ ছারোয়ার হোসেন, নুর উদ্দিন সুজন, হাসান মাহমুদ ও মোঃ মাইন উদ্দিন।
কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন রাজীব। সদস্য হিসেবে আছেন মোঃ সামছুদ্দিন, মোঃ ইব্রাহিম, মোঃ সোহেল উদ্দিন, মোঃ মিল্লাদ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আফসার উদ্দিন, মোঃ রাজু, মোঃ আনোয়ার, মোঃ আলমগীর, মোঃ রিপন, মোঃ ইমন, বিজয় চন্দ্র মজুমদার, ফাতেমা আকতার, বাহার উদ্দিন ও মোঃ আরাফাত।
কমিটির সকল সদস্যদের আগামী দুই মাসের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি গঠন সম্পন্ন করে সম্মেলনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান ও সদস্য সচিব সুমন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।