মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি: হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়ন অবস্থিত সরকারহাট গণি মার্কেট দুপুর ২টার দিকে উদ্বোধন হলো মোবাইল সার্ভিসিং ও মোবাইল এক্সোসরিজ বিক্রেতা প্রতিষ্ঠান সেল গ্যালারী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সেল কর্ণার মালিক মোঃ মাঈন উদ্দিন পিতা মোঃ গুরু মিয়া সওদাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বড় ভাই মোঃ আলাউদ্দীন ও সালাউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারহাট গনি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দীন মুন্না ও উত্তরা ইলেক্ট্রনিক্স মালিক জমির উদ্দীন হায়দার। উপস্থিত অতিথিবৃন্দ সেল গ্যালারী প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
হাটহাজারীতে মোবাইল সার্ভিসিং ও এক্সোসরিজ বিক্রেতা সেল গ্যালারী উদ্বোধন........


No comments found