স্থানটি পুরাতন খাদ্য গোডাউন সড়ক, কলারোয়া বাসস্ট্যান্ডের পাশে। কার্পেটিং এর পাকা রাস্তায় পিচ নেই, ইটের খোয়াও উঠে গেছে। গর্তে ভরপুর।
জরাজীর্ণ রাস্তায় মরার উপর খাড়ার ঘা 'ময়লার স্তুপ'।কলারোয়ার মাছ বাজার, তরকারি বাজার, মাংস পট্টি, মুদিখানা পট্টি, কাপড় পট্টি, চাউল পট্টিসহ কলারোয়া বাজারের প্রাণকেন্দ্রের দোকানপাটের ময়লা আবর্জনা এই পুরাতন খাদ্য গোডাউনের সামনে প্রাচীরের গা ঘেঁষে রাস্তার অর্ধেক পর্যন্ত ফেলে রাখা হয়। প্রতিদিন পরিপূর্ণভাবে ময়লা আবর্জনা পরিষ্কার না করা ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখায় ওই স্থানটি দিয়ে যাতায়াত যেমন প্রতিবন্ধকতা তেমনি দুর্গন্ধে সীমাহীন ভোগান্তি সকলের।
স্থানীয় বাসিন্দারা রয়েছেন চরম বিপাকে। ভাঙাচোরা রাস্তা ও ময়লা আবর্জনার ভাগাড়ে অতিষ্ঠ, তবু দেখার কেউ নেই।এছাড়াও এই রাস্তার মোড়েই ট্রান্সপোর্টের গাড়ি, বড় ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, ট্রলি, করিমনসহ নানান যানবহনে কলারোয়া বাজারের প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের লোড-আনলোড করা হয়। ব্যাবসা -গুরুত্বপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ এই রাস্তার ভগ্নদশা ও ময়লা আবর্জনার উৎপাত থেকে পরিত্রাণ কবে হবে কেউ জানে না। জনগনের উক্তি হাইরে অবহেলিত কলারোয়া পৌরসভা।