close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ রবিবার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ..

ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। পিটার বাটলারের শিষ্যরা এরই মধ্যে দুর্দান্ত ফর্মে আছে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লিস্তেকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজেরা। সে ম্যাচে হ্যাটট্রিক করেন তৃষ্ণা। দুই ম্যাচে ১১ গোল করে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ছয় পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে ড্র করলেই হবে বাংলাদেশের, আর সেটিই হবে বয়সভিত্তিক পর্যায়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের ঐতিহাসিক মুহূর্ত। উল্লেখযোগ্য বিষয়, এই দলে জাতীয় নারী দলের নয়জন ফুটবলার খেলছেন। জাতীয় নারী দল সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল, আর অনূর্ধ্ব-২০ দলও টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে।

গ্রুপে রানার্সআপ হলেও সেরা তিন রানার্সআপের মধ্যে থাকলে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের আসর। মোট ১২টি দল অংশ নেবে, আর সেখান থেকে সেরা চার দল পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

کوئی تبصرہ نہیں ملا