প্রতারণার দায়ে অভিযুক্ত ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাইয়ুম (৩২) গ্রেফতার হয়েছে ঢাকা থেকে।
তার বিরুদ্ধে আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং ১টি মামলায় মালক্রোকের আদেশ রয়েছে।
গ্রেফতারকৃত কাইয়ুম ডাকুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পাড় ডাকুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমানের দিক নির্দেশনায় এসআই বেল্লালের নেতৃত্বে পুলিশের একটি টিম রোববার বিকেলে ঢাকার উত্তরা এলাকার দক্ষিণখান থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরে আদালতের মাধ্যমে কাইয়ুমকে কারাগারে পাঠানো হয়েছে।