close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে; অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে -ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, সিটি রিপোর্টার

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে হামলার প্রতিবাদ ও স্বৈরাচারের দালালদের গ্রেফতারের দাবীতে, বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। 

বুধবার (১৬জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইউম বলেন, অভ্যুত্থানের বর্ষপুর্তির এই সময়েও স্বৈরাচারের দোসররা যে দুঃসাহস দেখিয়েছে তা সরকারের সামগ্রিক ব্যর্থতার বড় একটি দৃষ্টান্ত। পতিত ফ্যাসিবাদের বিচার এবং সংস্কারের ধীরগতির কারণেই এরা আজকে এই সাহস করেছে। অবিলম্বে সারা দেশে স্বৈরতন্ত্রের সাথে জড়িত সকল অপরাধীদের অপরাধের খতিয়ান প্রকাশ করতে হবে। এবং সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পতিত ফ্যাসিবাদের এই ধরণের দুঃসাহস জাতী আর দেখতে চায় না। সরকার যদি এতে ব্যর্থ হয় তাহলে এই জাতি আবারো ফুঁসে উঠবে। 

বিক্ষোভ মিছ্ল পরবর্তী সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, আজকে গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের ছাত্রদোর সংগঠন এনসিপির শান্তিপূর্ণ প্রোগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনা লজ্জাজনক। এই জঘন্য ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে। প্রশাসন রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করে কিন্তু মানুষের নিরাপত্তা দিতে পারেনা, এটা তাদের সদিচ্ছার ঘাটতি। দেশবিরোধী সকল ষড়যন্ত্র জুলাইয়ের সকল শক্তির ঐক্যের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের আস্ফালন রুখে দেয়া হবে। 

বক্তব্যে নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় ওলামা মশায়েখ  আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরারের নামে হয়রানি মূলক মিথ্যা জ/ঙ্গি মামলার প্রতিবাদ জানান। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করা হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর  দক্ষিণের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবীব, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, 
প্রচার সম্পাদক মুফতী মুহাম্মাদ আবু বকর সিদ্দীক। 

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক কে এম শামীম আহমদ,  ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, মুফতী মোস্তাফিজুর রহমান, প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, অ্যডভোকেট বায়েজীদ হোসাইন, মাওলানা ইউনুছ তালুকদার, ডা. মিজানুর রহমান প্রমুখ।

نظری یافت نشد