close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গোয়ালন্দে আ. লীগের ৩ নেতা গ্রেফতার

Sujat Molla avatar   
Sujat Molla
গোয়ালন্দে আ. লীগের ৩ নেতা গ্রেফতার

গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় পৃথক পৃথক সময়ে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া বাজার এলাকার মহন শেখের ছেলে মো. আতিয়ার রহমান (৩৯)। তিনি দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী, অপর আসামী একই জেলা ও উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়া মৃত আঃ খালেক শেখের ছেলে মোঃ আঃ রাজ্জাক (৫৭)। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, অপর আরেক আসামী দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়া গ্রামের কুদ্দুস সরদারের ছেলে এরশাদ সরদার (৩৪)। তিনি দৌলতদিয়া আওয়ামীলীগের সক্রিয় কর্মী।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলী করার অপরাধে গত বছরের ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের করা মামলায় রাজবাড়ী ডিবি পুলিশ ১৪ আগস্ট দিবাগত রাত পনে ১ ঘটিকার সময় আসামী মো. আতিয়ার রহমানকে (৩৯) গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া বাজার এলাকা, একই তারিখ আসামী মো. আঃ রাজ্জাককে (৫৭) তার নিজ বাড়ী থেকে এবং অপর আরেক আসামী এরশাদ সরদারকে (৩৪) রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ১ নং গলি হতে গ্রেফতার করে।

 

উল্লেখ্য, এ মামলায় আওয়ামীলীগের ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়।

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

No comments found