তারিখ: ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
স্থান: গলাচিপা, পটুয়াখালী
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগস্থল বোয়ালিয়া ( ব্রিজ বাজার) খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ার পর থেকে দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেই সেতুটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০.০০ টায় এলাকাবাসীর আয়োজনে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বোয়ালিয়া ব্রীজ বাজার সংলগ্ন খালের পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাসির উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মু. হারুন অর রশিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্বাস হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, গলাচিপা সদর বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন প্যাদা, এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন প্রমুখ।
গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী রাফি হাসান বলেন, “এই সেতু দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করত। এখন সেতু ভেঙে পড়ায় আমাদের প্রায় তিন কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময়, খরচ এবং ঝুঁকি — সবই বেড়ে গেছে।”
স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, “এই সেতু ভেঙে পড়ায় পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। আগে খালপাড়ের বাজারে সহজে কৃষিপণ্য নিয়ে আসা যেত, এখন সেটা সম্ভব হচ্ছে না। এতে কৃষক আর ব্যবসায়ী দুই পক্ষই ক্ষতির মুখে পড়েছে।”
সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হাবিবুর রহমান বলেন,“এটি শুধু একটি সেতু নয়, এটি ছিল দুই ইউনিয়নের মানুষের জীবনের অংশ। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে সংস্কারের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণ করা ছাড়া বিকল্প নেই।”
স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মো. শাহজাহান মৃধা বলেন,“মানববন্ধনের এই দাবি যেন কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। দ্রুত ব্যবস্থা না নিলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।”