close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঘুমন্ত পরিবারের ওপর গুলি ছুড়ল দুর্বৃত্তরা, অল্পের জন্য বেঁচে গেল শিশুসহ চারজনের জীবন..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিয়াপাড়া সংলগ্ন সুলতানপুর গ্রামে ঘুমন্ত পরিবারের ওপর এলোপাতারি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।' শুক্রবার (২২ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।'

ভুক্তভোগী রাসেল মিয়া জানান,'তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জানালার পাশে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘরের কাঁচের জানালা ভেঙে যায় এবং গুলির খোসা ভেতরে পড়ে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।'

খবর পেয়ে রাতেই তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করেন। পরে দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ-উল্ল্যা ও তদন্ত ওসি কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।'
রাসেল মিয়া অভিযোগ করে বলেন,'পূর্ব শত্রুতার জেরে তার পরিবারের ওপর এ প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। তিনি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।'

স্থানীয়রা জানান,'রাতের আঁধারে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এরপর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।' মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যা আই নিউজ বিডিকে বলেন,'ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। অপরাধী যেই হোক, আইনের বাইরে নয়। এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।'

No comments found