ইমরান প্রধান,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন,গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে রানীগঞ্জ বাজারের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল হাকিম দুলু,শ্রম বিষয়ক জালাল উদ্দিন,দপ্তর সম্পাদক এটিএম মাহফিজুল ইসলাম, সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম মিঠু সিদ্দিকী, সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার,বুলাকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজিব,যুগ্ন আহবায়ক মনজুরুল ইসলাম প্রধান ও মো. সাদ্দাম হোসেন খন্দকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নেওয়াজ শরীফ, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নাজমুস সাদাত বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পল্লব মন্ডল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।