close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..

Emran Prodhan avatar   
Emran Prodhan
ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

 দিনাজপুরের ঘোড়াঘাটে খামারী অ্যাপস ব্যবহারের সুফল ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার বিষয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, তদন্ত (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া সহ বিসিআইসি, বিএডিসি ডিলার মালিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে কৃষকদের হাতে তথ্য পৌঁছে দিতে “খামারী অ্যাপস” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা সহজেই আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফসলের রোগবালাই সম্পর্কে পরামর্শ নিতে পারছেন। পাশাপাশি রাসায়নিক সারের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি হলে উৎপাদন বাড়ার পাশাপাশি মাটির উর্বরতাও বজায় থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator