ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের বাঁশমুড়ি দামপাড়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে মাহবুব আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা গ্রামের বাসিন্দা এবং শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।