close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গফরগাঁওয়ে স্কুল থেকে চুরি হওয়া ল্যাপটপসহ পাঁচ চোর গ্রেফতার..

পুলক শেখ avatar   
পুলক শেখ
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল থেকে চুরি হওয়া ১৩টি ল্যাপটপসহ পাঁচ চোর গ্রেফতার।..

প্রতিনিধিঃ পুলক শেখ
গফরগাঁও, ময়মনসিংহ 
১৩ আগস্ট ২০২৫ । বুধবার 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমান্দ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ১৩টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া সব ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ২০২৫ রাতে বিদ্যালয়ের তালা ভেঙে চোরেরা ১৩টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ২১ জুলাই গফরগাঁও থানায় একটি মামলা (নং ১০/০৭/২৫) দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে চর মছলন্দের দক্ষিণ কাচারীপাড়া এলাকা থেকে আবুল কাইয়ুম নামে একজনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং জাকারিয়া আলমকে আটক করা হয়।

পরবর্তীতে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই অভিযানে চুরি যাওয়া ১৩টি ল্যাপটপই উদ্ধার করা সম্ভব হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, গ্রেফতারকৃত এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। তিনি বলেন, “চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেফতারকৃতদের বুধবার (১৩ আগস্ট) ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়রা পুলিশের এই সাফল্যের প্রশংসা করে বলেছেন, এ ধরনের অভিযান শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে।

Ingen kommentarer fundet