আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ )প্রতিনিধি :
নওগাঁর মান্দায় মঙ্গলবার (১৯ আগস্ট ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে গেটকা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) বাস্তবায়নাধীন 'জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পে'র অধীনে এই সভার আয়োজন করা হয়।।
সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর মানুয়েল টুডু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গেটকা প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আতাউর রহমান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী, লরেন্স বারোয়া, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট আব্দুল লতিফ ও শাহিদা পারভিন।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, যুব প্রতিনিধিসহ ৪০জন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএসএস এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে। #