গাজীপুরের কালীগঞ্জে আলেম-ওলামাদের সঙ্গে ফজলুল হক মিলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে আলেম-ওলামা, ইমাম-খতিব ও মাদ্রাসা অধ্যক্ষদের নিয়ে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্গাটি দারুল সুন্নাহ এতিমখানা মাঠে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন হয় দোয়া মাহফিলের মাধ্যমে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক মাওলানা আলী হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য, কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা এ কে এম ফজলুল হক মিলন।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সত্যিকারের আলেম-ওলামা বান্ধব। তিনি সবসময় আলেম সমাজকে মর্যাদা দিয়েছেন এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। আমিও সেই আদর্শে বিশ্বাসী। ভবিষ্যতে আলেম-ওলামাদের পরামর্শ গ্রহণ করেই দেশ গড়ার কাজ করা হবে।”
সভায় আগত ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা বেশ কিছু দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
প্রতিটি মসজিদের ইমামদের বেতন-ভাতা সম্মানজনক পর্যায়ে বৃদ্ধি,
আলেম-ওলামাদের ওপর যেকোনো নির্যাতন বন্ধ নিশ্চিত করা,
সমাজের তৃণমূল পর্যায় থেকে মাদক নির্মূল করা এবং
উপজেলার প্রতিটি মাদ্রাসার সার্বিক উন্নয়ন সাধন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ, খায়রুল আহসান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মাস্টার হোসেন মোহাম্মদ আরমান, সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়া আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ আবদুল্লাহ, জসিম উদ্দীন আল হাবিবি, মাওলানা জাকির হোসেন, ইমাম জালাল হোসেন, সাব্বির আহম্মেদ, মুফতি জুবায়ের আবদুল্লাহসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষক-ইমামগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোঃ লুৎফর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মোল্লা, সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয় আলেম সমাজ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনব্যাপী এ আয়োজন শেষে অতিথিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।