গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ।..

Md Sale avatar   
Md Sale
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ।


মোঃ আবু সালেহ 
গাজীপুর ..

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ।


মোঃ আবু সালেহ 
গাজীপুর 


গাজীপুরে নৃশংসভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষ।


মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালত বার অ্যাসোসিয়েশনে গিয়ে প্রতিদিনের কাগজ–এর সম্পাদক খায়রুল আলম রফিক ও তুহিনের পরিবার অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্র সরকারকে মামলার আইনজীবী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দেন।


তুহিন হত্যাকাণ্ডের মামলায় বাদী হিসেবে ছিলেন নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া। 
এসময় গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বিনা পারিশ্রমিকে মামলায় আইনি সহায়তার আশ্বাস দেন তুহিনের পরিবারকে। পাশাপাশি তুহিনের পরিবারকে প্রয়োজনীয় আইনী সহায়তা ও যেকোনো মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।


প্রসঙ্গত, গত ৭ আগস্ট বিকেলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করে। এর মধ্যে শাহজালালসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। সংশ্লিষ্ট মহল ও নিহতের পরিবার আশা করছে, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তুহিন হত্যার প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

کوئی تبصرہ نہیں ملا