নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত সাংবাদিক সমাজ এর আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি এস এম পারভেজ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবুসহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No comments found