চুরি, ছিনতাই, খুন, সন্ত্রাসী হামলা কিংবা সংঘবদ্ধ অপরাধ দমনে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বসানো হলো ২৩টি সিসিটিভি ক্যামেরা। শুক্রবার (২২ আগস্ট) সচেতন নাগরিক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে ক্যামেরাগুলো স্থাপন করা হয়।
মাওনা চৌরাস্তায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও দেহ ব্যবসার মতো ঘৃন্ন অপরাধমূলক কর্মকাণ্ড গুলো দিন দিন বেড়েই যাচ্ছিলো। এতে সাধারণ মানুষের যাতায়াত অনিরাপদ হয়ে ওঠে। ব্যবসায়ীদের মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করতো।
স্থানীয় অনিরাপত্তায় সাধারণ জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠছিল। এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিষয়টি আলোচনায় আসে।
সচেতন নাগরিক সমাজে'র সংগঠক ও সভাপতি জুয়েল রানা বলেন, চুরি, ছিনতাই ও মাদকের মতো অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কয়েকদিন ধরে কাজ চলছিল। আজ থেকে ক্যামেরাগুলো চালু হলো। এটা ধরে রাখতে সকলের সহায়তা প্রয়োজন।
শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লেখক সাঈদ চৌধুরী বলেন, অপরাধ দমনের পাশাপাশি যেন সঠিক তদারকি হয় এবং নাগরিক সেবাও নিশ্চিত করা যায়, এটা আমাদের প্রত্যাশা। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেটিই মূল বিষয়।
শ্রীপুর উপজেলার নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক সফি কামাল বলেন, এখানে দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত হতো। এখন সিসিটিভি থাকায় অপরাধীদের শনাক্ত করা সহজ হবে, আর তাদের ভেতর ভয়ের সঞ্চার হবে। আশা করি, সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, মাওনা একটি শিল্পাঞ্চল। এখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। সড়কে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, এমনকি উড়ালসেতুর নিচে অসামাজিক কাজ প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এতে অপরাধীদের শনাক্ত ও দমন সম্ভব হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ২৩টি পয়েন্টে বসানো সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবে হাইওয়ে পুলিশ। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিসিটিভি বসানোর এ উদ্যোগকে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সাথে উপভোগ করেছে, এতদিনের অনিয়ম সন্ত্রাস ও অসামাজিক কাজ থেকে মাওনা এবার নিরাপদ থাকবে বলেই ধারণা করছে সবাই। এতে জনসাধারণ 'সচেতন নাগরিক সমাজের' সকল উদ্দোক্তা ও প্রশাসনের ব্যাপক প্রশংসাও করছেন। তাদের দাবী সচেতন নাগরিক সমাজের দায়িত্বশীলদের চেষ্টায় গাজীপুরের শ্রীপুর এক স্বপ্নের নগরীতে রূপান্তরিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারি বলেন, শ্রীপুর থেকে সব ধরনের অপরাধ দূর করতে তারা দল মত নির্বিশেষে সচেতন নাগরিক সমাজের ব্যানারে যে কোনো আন্দোলন সংগ্রাম ও কর্মসূচীতে অংশ গ্রহণ করবে। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও শ্রীপুর থেকে সকল অপরাধ দূর করবে বলেও তিনি দাবী করেন।
মোঃ আবু সালেহ
গাজীপুর, শ্রীপুর