বৃহস্পতিবার (৬নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে এই নির্মম ঘটনা ঘটেছে।
গাভীর মালিক আবুল কালাম তালুকদার জানান, গাভীটি বাড়ির গোয়াল ঘরে বেঁধে রাতে তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং গাভীটি নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি মাঠে চামড়া ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে।
কালাম তালুকদার আরো জানান, তার গাভীটি ৬ মাসের গর্ভবতী ছিলো। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় এক লাখ টাকা। শুক্রবার (৭নভেম্বর) সকালে এঘটনায় শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
স্থানীয়রা জানান, সম্প্রতি শরণখোলার গ্রামাঞ্চলে গবাদিপশু (গরু-ছাগল) চুরির ঘটনা বেড়েছে। উপজেলার খোন্তাকাটায় একইভাবে একটি গরু জবাই করে তার মাংস নিয়ে যায় চোরেরা। একের পর এক এমন ঘটনায় গবাদিপশু নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। চোরচক্রদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ##
মাহফুজুর রহমান বাপ্পী



















