ফরিদপুরের গর্ব জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা..

আব্দুল আজিজ সালথা ফরিদপুর avatar   
আব্দুল আজিজ সালথা ফরিদপুর
ফরিদপুরের গর্ব – জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিনে অফুরান শুভেচ্ছা

আজ ২২ আগস্ট, ফরিদপুরের কৃতী সন্তান, প্রখ্যাত অভিনেতা ও সঙ্গীতশিল্পী জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিন।
ফরিদপুর সিটি অর্গানাইজ..

ফরিদপুরের গর্ব – জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিনে অফুরান শুভেচ্ছা

আজ ২২ আগস্ট, ফরিদপুরের কৃতী সন্তান, প্রখ্যাত অভিনেতা ও সঙ্গীতশিল্পী জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিন।
ফরিদপুর সিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে জানাই অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা।

১৯৬০ সালের এই দিনে ফরিদপুরে জন্ম নেওয়া বাবু ভাই শুধু অভিনয়শিল্পী নন, তিনি আমাদের সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। শতাধিক টেলিভিশন নাটক, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অসংখ্য বিজ্ঞাপনে তাঁর অসাধারণ অভিনয় দর্শক হৃদয়ে অম্লান হয়ে আছে।

তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিকবার সম্মানিত হয়েছেন:

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: শঙ্খনাদ (২০০৪), মেয়েটি এখন কোথায় যাবে (২০১৬), ফাগুন হাওয়ায় (২০১৯), নোনা জলের কাব্য (২০২১)

শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা: গহীন বালুচর (২০১৭)

সমালোচক সেরা অভিনেতা: খাঁচার ভিতর অচিন পাখি (২০২১)


তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: দারুচিনি দ্বীপ (২০০৭), মনপুরা (২০০৯), অজ্ঞাতনামা (২০১৬), হালদা (২০১৭) প্রভৃতি।

বাবু ভাই তাঁর অভিনয় জীবন শুরু করেন ১৯৭৮ সালে ফরিদপুরের "বৈশাখী নাট্য গোষ্ঠি" দিয়ে। পরে ঢাকায় এসে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদল-এ যোগ দেন এবং মঞ্চ নাটকে অসামান্য সাফল্য অর্জন করেন।

শুভ জন্মদিন বাবু ভাই! আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সৃষ্টিশীলতার অশেষ ধারাবাহিকতা কামনা করি।

No comments found