ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পুলিশ লাইনস্ ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির সভাপতি জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। তিনি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শামছুল আজম। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৩৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ৩১৩ জন উত্তীর্ণ হয়। পাশের হার দাঁড়ায় ৯১.৭৮ শতাংশ। উল্লেখযোগ্যভাবে ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যার মধ্যে ২৫ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদেরকে দেশের ভবিষ্যৎ গড়ার মূল চালিকাশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ ক