ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রোস্তম আলী
ফরিদপুর প্রতিনিধি | ২০ আগস্ট ২০২৫
ফরিদপুর জেলার জুলাই/২০২৫ মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (নিঃ) নির্বাচিত হয়েছেন মধুখালী থানার এসআই মো. রোস্তম আলী।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলার পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফরিদপুর জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব মো. আব্দুল জলিল পিপিএম শ্রেষ্ঠ এসআই হিসেবে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
জানা গেছে, জুলাই মাসে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক দমন ও অপরাধ নিয়ন্ত্রণে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর এসআই মো. রোস্তম আলী মধুখালী থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি দমনসহ গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিশেষ সাফল্য অর্জন করেছেন। তার এই কার্যকর ভূমিকা সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে এসআই মো. রোস্তম আলী বলেন—
“এই অর্জন কেবল আমার নয়, পুরো থানার সহকর্মীদের সহযোগিতার ফসল। এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি সবার দোয়া চাই, যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে পারি।”
তার এ অর্জনে মধুখালী থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।