এক নারীর দুই স্বামী, বোয়ালমারীতে চাঞ্চল্য!
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের আধারকোঠা এলাকায় এক নারীর বিরুদ্ধে একসঙ্গে দুই স্বামীর সংসার করার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অঞ্জলি বিশ্বাস।
জানা যায়, প্রায় ৭–৮ বছর আগে অঞ্জলি বিশ্বাসের বিয়ে হয় অলোক রাজবংশীর সঙ্গে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু পরবর্তীতে অলোকের ঘনিষ্ঠ বন্ধু নিঠুর রাজবংশীর সঙ্গে অঞ্জলির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হওয়ার পর তিন মাস আগে অতি গোপনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাতে অঞ্জলি ও নিঠুরকে মাগুরার মোহাম্মদপুরের একটি বাড়িতে একসঙ্গে থাকতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন। খবর ছড়িয়ে পড়লে আধারকোঠার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে অঞ্জলিকে উদ্ধার করে তার প্রথম স্বামী অলোকের হাতে তুলে দেন।
অঞ্জলির দাবি, তিনি নিঠুরের বৈধ স্ত্রী। তিনি বলেন, “নিঠুর আমাকে ৩–৪ মাস আগে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। আমি তার সংসারেই যেতে চাই।” তবে নিঠুর রাজবংশী এই দাবি অস্বীকার করে বলেন, “অঞ্জলির স্বামী অলোকের কাছে আমার ৩ লাখ টাকা পাওনা। সে টাকার চাপ দিলে অলোক তার স্ত্রীকে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করাত। এর বাইরে কোনো সম্পর্ক হয়নি।”
অলোক রাজবংশী বলেন, “আমার স্ত্রী আমার সংসারেই আছে। ঘটনার দিন সে এলাংখালী ব্রিজে ঘুরতে গিয়েছিল। এরপর কি ঘটেছে তা আমি জানি না।”
স্থানীয় সূত্র জানিয়েছে, অলোক ও নিঠুর দু’জনই এলাকায় প্রভাবশালী হলেও তাদের কর্মকাণ্ডে এলাকার মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। মঙ্গলবার রাতভর এ নিয়ে মহল্লায় শালিস-দরবার ও হৈচৈ চলে। পরে নাকি আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে
শোনা যাচ্ছে।