ফরিদগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝও) স্কিমের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুঁথিগত বিদ্যা অনেক সময় আমাদের মধ্যে পরিবর্তন আসেনা। আমরা ভুলে যাই,আমার যে দায়িত্ব আছে। আমার প্রতি, স্রষ্টারপ্রতি,আমার পরিবারেরপ্রতি,সমাজেরপ্রতি,রাষ্ট্রেরপ্রতি,বিশ্বেরপ্রতি। আমরা প্রত্যাশাকরি শিক্ষাঅর্জন করে আমরা যেন মানুষ হিসেবে প্রতিষ্টিত হই।
জুলাই শহীদদেও প্রত্যাশা ছিল যারা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের প্রত্যাশা ছিল স্বচ্ছতার বাংলাদেশ নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ ,স্বপ্নের বাংলাদেশ।
শিক্ষা একটি অনুষঙ্গ মাত্র আমার দরকার শিক্ষার সাথে জীবন দক্ষতায় দক্ষ হওয়া। দেশের প্রতি কমিটমেন্ট থাকা।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী। এছাড়া গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. গিয়াস উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মেহেরিন রাজসিন পপি, অভিভাবক গোলাম মোর্তজা বক্তব্য রাখেন। আলোচনা শেষে ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমপানি পুরষ্কার গ্রহণ করেন কৃতি শিক্ষার্থীরা। #