ফরিদগঞ্জে ভাতিজাকে জবাই করে হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ৩..

মোঃশরিফ হোসেন avatar   
মোঃশরিফ হোসেন
****

চাঁদপুরের ফরিদগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা বাহার হোসেন বাবু (২৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের পিতা রওশন আলী বাদী হয়ে (মামলা নং-১৪, তাং ১২.০৮.২০২৫) চারজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে চাচাতো ভাই শাকিল (২৪)কে প্রধান আসামি করা হয়। পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।

ঘটনায় নিহতের পিতা রওশন আলী গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে এবং ভাই আরমান হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়ির হাসান তার ভাতিজা বাহার হোসেন বাবুকে বিদেশে পাঠান। বিদেশে পাঠানোর টাকা পরিশোধ হলেও সম্প্রতি বাবু দেশে ফেরার পর হাসানের পরিবার তার কাছে আবারও ৫০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে ঘটনার আগের দিন স্থানীয় সাহার বাজারে সালিশ বৈঠক হয়, কিন্তু সমাধান হয়নি। পরদিন বিকালে পুনরায় সালিশ হওয়ার কথা থাকলেও তার আগেই উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে হাসান ও তার পরিবারের লোকজন বাবু, তার পিতা রওশন আলী ও ভাই আরমানকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবু নিহত হন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে এবং হাসানকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানকে উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় তার ছেলে শাকিল ও স্ত্রী সুমাইয়াকে আটক করে।

গুরুতর আহত বাবুর পিতা ও ভাইকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, “নিহতের পিতা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি একজনকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

No comments found