চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে থানার সম্মেলন কক্ষে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকুর চাকমা। সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে-তে সামাজিক সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সেবার মান নিয়ে সরাসরি আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন,
“মাদক, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও চাঁদাবাজি নির্মূলে পুলিশের পাশাপাশি জনসচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। সবাই মিলে কাজ করলেই একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব।”
তিনি আরও বলেন,“জনগণই পুলিশের শক্তি। পুলিশ জনতার বন্ধু হতে চায়, শাসক নয়।”
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম বলেন,“জনগণের সেবায় নিয়োজিত ফরিদগঞ্জ থানা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা একান্ত কাম্য।”
ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে বলেন,“গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চায়। পুলিশের সেবার মান আরও উন্নত হলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।”
উপস্থিত বক্তারা এ ধরনের উন্মুক্ত আলোচনা সভাকে সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ হিসেবে স্বাগত জানান এবং নিয়মিত আয়োজনের আহ্বান জানান।