close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফন ডুসেন-হেরমান জুটিতে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। রবিবার (২০ জুলাই) হারারেতে জিম্বাবুয়েকে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখে হারিয়ে জয়ের ধারায় ফিরল প্রোটিয়ারা..

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের ব্যাটিং শুরুটা ছিল মন্থর। ওপেনার ওয়েসলি মাধেভেরে ১৩ রানের বেশি করতে পারেননি। তবে একপ্রান্ত ধরে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান ব্রায়ান বেনেট। মাত্র ৪৩ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে রায়ান বার্লের ৩১ বলে ৩৬ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৪৪ রান তোলে স্বাগতিকরা।

প্রোটিয়াদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন করবিন বশ্চ। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়া নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি ও এনকাবায়োমজি পিটার একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। মাত্র ৬ রানের মাথায় লুহান-দ্রে প্রেটোরিয়াস ৪ রানে বিদায় নেন। এরপর ২২ রানের মাথায় ফেরেন রিজা হেনড্রিকস (৬ রান)। দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক রাসি ফন ডার ডুসেন ও রুবিন হেরমান।

তৃতীয় উইকেটে মাত্র ৬৮ বলে ১০৬ রানের জুটি গড়ে ম্যাচকে একতরফা করে তোলেন এই দুই ব্যাটার। জয় থেকে ১৭ রান দূরে থাকতে হেরমান আউট হন। ৪১ বলে ৬ চার সহ ৫২ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। শেষের কাজটি সারেন ফন ডুসেন ও তরুণ দেভাল্ড ব্রেভিস।

অধিনায়ক ফন ডুসেন ৩৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। ব্রেভিস করেন ৭ বলে ১৩ রান। জিম্বাবুয়ের হয়ে মাপোসা ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এনগারাভা নেন একটি উইকেট।

Inga kommentarer hittades