২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির স্মৃতি এখনো ভুলে যায়নি মানুষ। বিশেষ করে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলের কারণে সৃষ্ট বন্যা জনজীবন বিপর্যস্ত করে তোলে। এক বছর না যেতেই ২০২৫ সালের টানা বর্ষণে ছাগলনাইয়ায় নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির আশঙ্কায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
এই প্রেক্ষাপটে আজ (১৩ জুলাই) ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নারী, শিশু, বৃদ্ধসহ শতাধিক স্থানীয় মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, "ফেনীর বন্যা এখন বার্ষিক দুর্যোগে পরিণত হয়েছে। অথচ এখনো পর্যন্ত সরকার কোনো টেকসই ও কার্যকর বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়নি। আমরা বারবার প্লাবিত হচ্ছি, জীবন-জীবিকা হারাচ্ছি, অথচ সমাধানের কোনো আলামত নেই।"
তারা আরও জানান, ফেনী নদীর সংযোগ ও মুহুরী নদী হয়ে আসা পানির তীব্রতা থেকে ছাগলনাইয়াকে রক্ষা করতে হলে স্থায়ী বাঁধ নির্মাণ সময়ের দাবি। শুধু তা-ই নয়, প্রয়োজন সঠিক পানি প্রবাহন ও নিষ্কাশনের ব্যবস্থা এবং নদীরপাড়গুলোতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্লক স্থাপন।
মানববন্ধনে স্লোগান ছিল—
"ত্রাণ নয়, চাই টেকসই বাঁধ",
"প্রাণ বাঁচাও, বাঁধ দাও",
"প্রতিবার বন্যা নয়, এবার সমাধান চাই"।
আয়োজকরা হুঁশিয়ার করে বলেন, "আগামী দিনে যদি সঠিক ও কার্যকর সমাধান না আসে, তবে বৃহত্তর ফেনী জেলা জুড়ে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।"