close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফেনীতে টেকসই বাঁধের দাবিতে ছাগলনাইয়ায় মানববন্ধন: জনসাধারণের হুঁশিয়ারি ‎..

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীতে টেকসই বাঁধের দাবিতে ছাগলনাইয়ায় মানববন্ধন: জনসাধারণের হুঁশিয়ারি

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির স্মৃতি এখনো ভুলে যায়নি মানুষ। বিশেষ করে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলের কারণে সৃষ্ট বন্যা জনজীবন বিপর্যস্ত করে তোলে। এক বছর না যেতেই ২০২৫ সালের টানা বর্ষণে ছাগলনাইয়ায় নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির আশঙ্কায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

‎এই প্রেক্ষাপটে আজ (১৩ জুলাই) ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নারী, শিশু, বৃদ্ধসহ শতাধিক স্থানীয় মানুষ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, "ফেনীর বন্যা এখন বার্ষিক দুর্যোগে পরিণত হয়েছে। অথচ এখনো পর্যন্ত সরকার কোনো টেকসই ও কার্যকর বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়নি। আমরা বারবার প্লাবিত হচ্ছি, জীবন-জীবিকা হারাচ্ছি, অথচ সমাধানের কোনো আলামত নেই।"

‎তারা আরও জানান, ফেনী নদীর সংযোগ ও মুহুরী নদী হয়ে আসা পানির তীব্রতা থেকে ছাগলনাইয়াকে রক্ষা করতে হলে স্থায়ী বাঁধ নির্মাণ সময়ের দাবি। শুধু তা-ই নয়, প্রয়োজন সঠিক পানি প্রবাহন ও নিষ্কাশনের ব্যবস্থা এবং নদীরপাড়গুলোতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্লক স্থাপন।

‎মানববন্ধনে স্লোগান ছিল—

‎"ত্রাণ নয়, চাই টেকসই বাঁধ",

‎"প্রাণ বাঁচাও, বাঁধ দাও",

‎"প্রতিবার বন্যা নয়, এবার সমাধান চাই"।

‎আয়োজকরা হুঁশিয়ার করে বলেন, "আগামী দিনে যদি সঠিক ও কার্যকর সমাধান না আসে, তবে বৃহত্তর ফেনী জেলা জুড়ে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।"

Hiçbir yorum bulunamadı