close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফেনীতে সিজারে গজ কাপড় পেটের ভিতর রেখে সেলাই

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীতে সিজারে গজ কাপড় পেটের ভিতর রেখে সেলাই

ফেনীর আল কেমি হাসপাতালে এক গর্ভবতী নারীকে সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ কাপড় রেখেই সেলাই করে দিয়েছেন ডাঃ তাসলিমা আক্তার।ভুক্তভোগির নাম ফরিদা ইয়াসমিন তার স্বামী একজন প্রবাসী ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তার বাড়ি।পরিবার জানায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আলকেমী হাসপাতালে নিয়ে আসা হলে তাসলিমা গর্ভবতীর সিজার করেন।

‎কিন্তু পেটের ভিতরে গজ কাপড় রেখে সেলাই করায় ঐ নারী দীর্ঘ ৬ মাস ধরে পেট ব্যাথায় অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন।

‎পরবর্তীতে বৃহস্পতিবার (২৮ অগাস্ট)  রাতে ফেনী আল বারাকা হাসপাতালে পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে গজ কাপড়টি বের করা হয়। ডাক্তার তাসলিমা আক্তার মুঠোফোনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও পরে আবার জানিয়েছেন , ফেনী আল বারাকা হাসপাতালের মালিকের সাথে কথা বলে সমাধান করবেন।

‎এ বিষয়ে ভুক্তভোগির  ছোট ভাই গণমাধ্যম কর্মী ফয়সাল জানিয়েছেন , আমার বোন মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে এবং এই দায়ভার ডাক্তার তাসলিমাকে নিতে হবে পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি  হচ্ছে। ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবায়েদ করিম জানিয়েছেন, সিজারের রোগীর গজ কাপড় পেটের ভিতর রেখে সেলাই করে দেওয়ায় ডাক্তার তাসলিমার বিরুদ্ধে অভিযোগ মৌখিকভাবে তার ভাই জানিয়েছেন লিখিত অভিযোগের মাধ্যমে ব্যবস্থা নিবেন।

No comments found