ফেনী, ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার,
গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘ নেক হায়াত ও আশু সুস্থতা কামনায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলুর উদ্যোগে অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিএসসি ডিপার্টমেন্টের আহবায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, বি.এ ডিপার্টমেন্টের সদস্য সচিব মতিউর রহমান আশিক, উচ্চ মাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ, কলেজ ছাত্রদল নেতা জিয়া উদ্দিন পলাশ, নাইমুর রহমান পার্থ, আবদুল্লাহ আল জাবের, আরাফাত হোসেন, আবরার হোসেন, আমজাদ হোসেন, হামদাদ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আয়োজক সাইফুল ইসলাম বাবলু বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। তাঁর দীর্ঘ জীবন ও দ্রুত সুস্থতা কামনা করে আমরা অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছি।"
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found