ফেনীতে গত ২৪ ঘণ্টায় টানা ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায় গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।যা মৌসুমি স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে ফেনী শহরের অধিকাংশ এলাকা চরম জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে।
হঠাৎ এত পরিমাণ বৃষ্টির ফলে শহরের ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, পেট্রোবাংলাসহ, নিচু এলাকাগুলোতে পানি জমে যায়। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং অফিস-স্কুলগামী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শহরের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অপরিকল্পিত উন্নয়ন কাজের কারণে প্রতি বছরই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও কোথাও পয়ঃনিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় বাসাবাড়িতে পর্যন্ত পানি উঠে গেছে।
ব্যবসায়ীরা জানান, দোকানে পানি ঢুকে মালামালের ক্ষতি হয়েছে। বিশেষ করে ফেনী শহরের নিচু এলাকাগুলোতে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ অনেক।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ফলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।