ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক..

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

১০ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সোনাপুর বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে ফেনী সোনাগাজী মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে পুলিশ আটককৃতদের নিকট থেকে দুইটি সুইচগিয়ার টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করে।

‎প্রাথমিকভাবে জানা গেছে, আটক কিশোররা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, ত্রাস সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। অভিযান চলাকালে জনসমাগমস্থলে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়।

‎পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

No comments found