১০ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সোনাপুর বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে ফেনী সোনাগাজী মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে পুলিশ আটককৃতদের নিকট থেকে দুইটি সুইচগিয়ার টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক কিশোররা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, ত্রাস সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। অভিযান চলাকালে জনসমাগমস্থলে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
No comments found