close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফেনীর জলাবদ্ধতায় মালামাল সরাতে স্বেচ্ছাসেবী সহায়তা ‎

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীর জলাবদ্ধতায় মালামাল সরাতে স্বেচ্ছাসেবী সহায়তা

‎টানা ভারী বর্ষণের ফলে ফেনী শহরের প্রধান প্রধান সড়কসহ অনেক বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পানির নিচে চলে গেছে। সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।

‎এই পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার’।

‎যেসব বাসা-বাড়ি বা দোকানে পানি ঢুকে মালামাল সরানোর প্রয়োজন হচ্ছে, সেখানে স্বেচ্ছাসেবীরা পৌঁছে দিচ্ছে সহযোগিতা।

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে,

‎“জরুরি প্রয়োজনে কেউ যদি ঘরে বা দোকানে মালামাল সরাতে না পারেন, তাহলে আমাদের স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে সাহায্য করতে প্রস্তুত।”

‎📞 যোগাযোগের নম্বরসমূহ:

‎নিশাদ আদনান: 01785945996

‎মো. শাহীন: 01979145277

‎খোন্দকার সুমন: 01719145732

‎মো. পিয়াস: 01635753754

‎সাগর: 01878534994

‎জাহাঙ্গীর: 01810204043

‎এ উদ্যোগটি ইতোমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় প্রশংসা কুড়িয়েছে। ফেনীর এই সংকটময় সময়ে এধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম শহরবাসীর জন্য বড় একটি ভরসা হয়ে উঠেছে।

No comments found