ফেনীর জি.এম.হাটে ইসলামী ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশ, জি.এম.হাট ইউনিয়ন শাখার উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। সংগঠনের ‘সালাত ক্যাম্পেইন-২০২৫’ এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
শনিবার (১৬ আগস্ট) জি.এম.হাট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা একাধারে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত আদায় করে এই প্রতিযোগিতায় যোগ দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি ও ইসলামি মূল্যবোধ জাগ্রত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বাইসাইকেল, পড়ার টেবিল, স্কুল ব্যাগসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found