close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‎“ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি যাত্রী সেজে ব্যবসায়ীর সর্বস্ব ছিনতাই”..

Monsur Alam avatar   
Monsur Alam
‎“ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি যাত্রী সেজে ব্যবসায়ীর সর্বস্ব ছিনতাই”..

ফেনীতে আবারও সিএনজি যাত্রী সেজে সংঘবদ্ধ ছিনতাইকারীদের হাতে সর্বস্ব খোয়ানোর ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে ফেনীর মহিপাল থেকে বাড়ি ফেরার পথে লেমুয়া নেয়াজপুরের বাসিন্দা ও মহিপাল প্লাজার ব্যবসায়ী মো. জহিরুল ইসলামের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনতাই করে দুর্বৃত্তরা।

‎ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান, মহিপাল থেকে একটি সিএনজিতে ওঠার পর দেখেন আগেই এক যাত্রী বসা রয়েছে। কিছুক্ষণ পর আরও তিনজন ওঠে। এরপর থেকেই তারা এবং চালক তার গতিবিধি লক্ষ্য করতে থাকে। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউনানি-তিব্বতীয় কলেজের সামনে পৌঁছালে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় তার কাছ থেকে একটি আইফোন, আরও একটি মোবাইল ফোন, নগদ টাকা এবং বিকাশের পিন কোড ব্যবহার করে অতিরিক্ত ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনতাই হয়। পরে তাকে হাফেজিয়া রাস্তার মাথার কাছে ফেলে রেখে যায় তারা।

‎ভুক্তভোগী জানান, অতীতে একই ধরনের ঘটনার পর আইনগত ব্যবস্থা নিলেও কোনো ফল পাননি। তাই এবারের ঘটনায় তিনি এখনও মামলা করার সাহস পাচ্ছেন না।

‎এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন, মহিপাল থেকে বারইয়ারহাট পর্যন্ত সিএনজি, মাইক্রোবাস এমনকি মোটরসাইকেল ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তৎপর। যাত্রী সেজে গাড়িতে তুলে সর্বস্ব লুটে নেয়, অনেক সময় গুরুতর আহত করে এমনকি হত্যার মতো ঘটনাও ঘটায়। তাছাড়া মোটরসাইকেলচালিত একটি চক্র পথচারী ও যানবাহন থেকে নামা যাত্রীদেরও টার্গেট করছে।

‎ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, মহাসড়কে নিয়মিত ছিনতাই হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোও কোনো কাজে আসছে না বলে অভিযোগ করেছেন তারা।

No comments found