close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফেনী থেকে চুরি হওয়া সিএনজি নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনী থেকে চুরি হওয়া সিএনজি নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১

ফেনী শহরের হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরসের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা নোয়াখালী থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর কবিরহাট থানার নবগ্রাম বাজার এলাকায় অভিযান চালায় ফেনী ডিবি পুলিশের একটি চৌকস টিম। এ সময় মোঃ মমিন উল্লাহ (৫৯), পিতা মৃত আবু বক্কর ছিদ্দিক, সাং-নবগ্রাম, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালীকে চুরি যাওয়া সিএনজি সহ গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, গত ১৫ আগস্ট ফেনী সদর থানাধীন হাসপাতাল মোড় থেকে সিএনজি অটোরিকশাটি চুরি হয়। পরে মালিক মোঃ হারুন (৪২) ফেনী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

‎ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা হয়।

‎ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments found