ফেনী, ৭ আগস্ট ২০২৫:
ফেনী জেলার ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নজরুল ইসলাম-এর বদলি জনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফেনী ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করা হয় এবং তাঁর আগামীর কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়।