close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফেব্রুয়ারিতে নির্বাচন করার সক্ষমতা সরকারের নেই : জিল্লুর রহমান..

Mamun Sorder  avatar   
Mamun Sorder
Renowned journalist Zillur Rahman has claimed that the government is incapable of holding a fair and credible election in February 2026, arguing that the administration lacks neutrality and public tru..

জনপ্রিয় সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা সরকারের নেই। তিনি মনে করেন, বর্তমান সরকার নির্দলীয় নয় এবং জনগণের প্রত্যাশিত নির্বাচনী পরিবেশ তৈরি করতে ব্যর্থ।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে সন্দেহ তৈরি করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের পক্ষে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

একটি ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দেবে— এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার অনেকগুলো কারণ আছে। কারণ এই সরকার কোনোভাবেই নির্দলীয় বা নিরপেক্ষ নয়। ফলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন করার সক্ষমতা তাদের নেই।”

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল। এমনকি সেনাপ্রধানও একাধিকবার বলেছেন— ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। কিন্তু সরকার কখনো ডিসেম্বর, কখনো জুন, কখনো এপ্রিল, আবার কখনো ফেব্রুয়ারির কথা বলে আলোচনাকে ঘুরিয়ে দিয়েছে।

জিল্লুর রহমান মনে করেন, লন্ডনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক আসলে বিএনপিকে রাজনৈতিক ফাঁদে ফেলার কৌশল ছিল। তিনি বলেন, “বিএনপি যে নির্বাচনের দাবিতে আওয়াজ তুলছিল, সেটিকে ডিফিউজ করে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রফেসর ইউনূস যখন ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন এবং ফেব্রুয়ারির কথা উল্লেখ করেন, সেটাও বিএনপিকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা। বিএনপি আশ্বস্ত হয়েছে বলেই মনে হচ্ছে।”

সাংবাদিক জিল্লুর রহমান জুলাই ঘোষণার বিষয়েও হতাশা প্রকাশ করেন। তার মতে, জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘদিন কাজ করলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তিনি বলেন, “আমি মনে করি না রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এই সনদে স্বাক্ষর করবে। ইতিমধ্যেই ইসলামী আন্দোলন, জামায়াত ও এনসিপি— সবাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ছাড়া নির্বাচন নয় বলে ঘোষণা দিচ্ছে। এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আর জামায়াত বলছে নির্বাচনের পরিবেশ এখনও অনুকূল নয়।”

তিনি স্পষ্ট করে জানান, তিনি সামনে কোনো সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছেন না। তার ভাষায়, “হ্যাঁ, নির্বাচন একটা হতে পারে। কিন্তু সেই নির্বাচন ভালো হবে— এটা অন্তত ফেব্রুয়ারিতে দেখি না। আরো স্পষ্ট করে বললে, এই সরকারের পক্ষে কোনো ভালো নির্বাচন করা সম্ভব নয়।”

জিল্লুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বরাবরই অভিযোগ করে আসছে যে, বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবার একজন শীর্ষ সাংবাদিক প্রকাশ্যে একই আশঙ্কা তুলে ধরায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

No comments found