close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফাইনাল যাওয়ার মহারণে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি পিএসজি..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতেই মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়..

মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি ইতোমধ্যেই ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের পর জিতেছে ইউরোপ সেরার মুকুট—চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এবার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ জিতে মৌসুমের পঞ্চম শিরোপা ঘরে তোলা। শুরুটা যেমন ছিল স্বপ্নের মতো, তেমনি পথচলাও। গ্রুপ পর্বে দাপুটে জয়, এরপর শেষ ষোলোতে ইন্টার মিয়ামিকে উড়িয়ে দেওয়া। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি ৪-৩-৩ ফরমেশনে খেলতে পারে। আক্রমণভাগে দেম্বেলে, দুয়ে ও কাভারাসখেলিয়া, মাঝমাঠে নেভেস, ভিতিনহা ও রুইজ এবং রক্ষণে মার্কিনিয়োস, হাকিমি, বেরালদো ও মেন্ডেসের ওপর ভরসা রাখতে পারেন কোচ এনরিকে। তবে লাল কার্ডের কারণে নিষিদ্ধ লুকাস হার্নান্দেজের অনুপস্থিতি পিএসজিকে ভোগাতে পারে।

এনরিকে বলেন, "স্বাভাবিক ম্যাচের চেয়ে বিশ্বকাপের ম্যাচের গুরুত্ব আলাদা। বিশ্বের সেরা দলের বিপক্ষে এই সেমিফাইনালটি আমাদের জন্য বিশেষ কিছু। আমাদের লক্ষ্য একটাই—জয়।"

অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য মৌসুমটা ছিল একেবারে হতাশাজনক। বার্সেলোনার কাছে সুপার কাপ ও কোপা দেল রের ফাইনাল হার, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায়—সব মিলিয়ে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেয়েছে লস ব্লাঙ্কোসরা। ক্লাব বিশ্বকাপে যাত্রা শুরু হয় আল হিলালের সঙ্গে হতাশাজনক ড্র দিয়ে। কোয়ার্টার ফাইনালেও জয় পেতে ঘাম ছুটেছে আলোনসোর শিষ্যদের।

তবে শিরোপা জিতে মৌসুমের কিছুটা হলেও ক্ষত মেটাতে চায় স্প্যানিশ ক্লাবটি। এনরিকে ও আলোনসোর মধ্যে কৌশলগত লড়াইয়ের দিকেও তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

রাতের ম্যাচে জয় পাবে কে—স্বপ্নের ফর্মে থাকা পিএসজি নাকি ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থাকা রিয়াল? উত্তর মিলবে মাঠেই।

Nessun commento trovato