এসটিভি ৫২ এর শুভ উদ্বোধন
শহিদুল ইসলাম খোকন : গনতন্ত্র উত্তরন এবং মিডিয়া উন্নয়নে সুশীল সমাজ -সাংবাদিক ও গনতন্ত্রকামী সচেতন নাগরিকের করনীয় শীর্ষক আলোচনা এবং চ্যানেল এসটিভি ৫২ লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৯ জুলাই বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আব্দুল সালাল হলে এ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন- চ্যানেল এসটিভি ৫২ এর ব্যাবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম সাগর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ,উত্তরা ইউনিভার্সিটির সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী।
অনুষ্ঠানে ভার্চুয়াল সভাপতির বক্তব্য রাখেন -ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুকোমল বড়ুয়া এবং পরিচালনা করেন- সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - সাংবাদিক ও মানবাধিকারকর্মী, মিলন মল্লিক,মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তের মতলব প্রতিনিধি মো.ফারুক হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন -এসটিভি ৫২ এর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম সাঁচি।
আলোচনা শেষে কেক কেটে চ্যানেল এসটিভি ৫২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।