close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
দুই বছর মেয়াদের জন্য এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদ (এআইএসসি) তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। রবিবার, ২৪ আগস্ট ২০২৫, রাজধানী ঢাকার গুলশান-১ এর হোটেল অ্যাবাকাসে এআইএসসির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি নির্বাচিত হয়। এআইএসসির সভাপতি নূরুল কাইয়ুম খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. আলী আফজাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশরুম গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কৃষিবিদ ড. আরিফ মাহমুদ, বাংলাদেশ বি-কিপারর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল এবং ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। 

পরিচালক পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান কে এম অলিউর রহমান বাবুল, বাংলাদেশ মৎস্য হ্যাচারী ও খামার মালিক সমিতি, ময়মনসিংহের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনজুর মোর্শেদ খান, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইদুজ্জামান, শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছৈয়দ আহমেদ। 

এছাড়া শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসারস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল খান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুর রহমান, বাংলাদেশ গোট অ্যান্ড শীপ ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসিবুল হাসান, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটির সভাপতি মো. মেসবাহ উদ্দিন, ১০-৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর-বিন-আবদাল আজিজ, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইহতেশাম বি. শাহজাহান, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মো. ইমরান, বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রকিবুর রহমান টুটুল, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান।

উল্লেখযোগ্য যে, পরিষদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নূরুল কাইয়ুম খান। এই কমিটি আগামী দুই বছরের জন্য এআইএসসির নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের এগ্রিকালচার শিল্পের উন্নয়নে কাজ করবে।

এই কমিটির গঠনের ফলে এআইএসসি আশা করছে যে, দেশের এগ্রিকালচার শিল্পে দক্ষতা উন্নয়ন ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতৃত্বে এআইএসসি এর আগামীর পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 

এগ্রিকালচার শিল্পের বিভিন্ন ক্ষেত্রে এই কমিটি নতুন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি, শিল্পের উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

No comments found