এ কেমন শত্রুতা! 

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

 

পিতার সাথে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতার আঘাতে গুরুত্ব জখম হয়েছে  আজম মোল্যা(৪) নামে এক শিশু। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শরাফপুর টাউন মসজিদের ভিতর। এ ঘটনায় ভূক্তভোগী  শিশুর পিতা মোঃ নেওয়াজ শরীফ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

 ভূক্তভোগী শিশুর পিতার লিখিত অভিযোগ সূত্রে  জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি তার শিশু পুত্র আজম কে সাথে নিয়ে শরাফপুর টাউন জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। এ সময় মসজিদে উপস্হিত সকল মুসল্লি নামের জন্যে দাঁড়িয়ে গেলে  তিনি তড়িঘড়ি করে মসজিদের দ্বিতীয় তলায় ওঠেন।পিছু পিছু তার শিশু পুত্র আজমও দ্বিতীয় তলায় ওঠে। 

এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ রেজাউল গোলদার তার ছেলে উপরে উঠায় অতর্কিত ভাবে তার গলা ধরে মসজিদের দেয়ালের সাথে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথা ফেটে রক্তাত্ব জখম হয়। 

এ সময় তিনি তার ছেলেকে ধাক্কা দেয়ার কারন জানতে চাইলে রেজাউল গোলদার বিষয়টি অস্বীকার করেন। 

সাথে সাথে আহত ছেলেকে সাথে নিয়ে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। তিনি আরো জানান,ওই আওয়ামী লীগ নেতার সাথে স্হানীয় রাজনীতি নিয়ে তাদের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে রেজাউল গোলদারের সাথে যোগাযোগের চেস্টা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে থানার ডিউটি অফিসার জানান,একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।ওসি স্যারের নির্দেশে তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনগত ব্যবস্হা গৃহীত হবে।

没有找到评论


News Card Generator